ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২৭৩

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন ২৭ এপ্রিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৭ ২২ ফেব্রুয়ারি ২০২৩  

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৭শে এপ্রিল আসনটিতে ভোটের তারিখ নির্ধারণ করেছে ইসি। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হবে। তবে এ আসনে সিসি ক্যামেরা থাকবে না।

 

বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তফসিল অনুযায়ী, মনোয়পত্র দাখিলের শেষ সময় ২৭শে মার্চ। মনোনয়ন বাছাই ২৯শে মার্চ। মনোনয়নপত্র আবেদন প্রত্যাহার ৫ই এপ্রিল। প্রতীক বরাদ্দ ৬ই এপ্রিল। এ ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

 

গত ৫ই ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। যিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। একাদশ সংসদে এই আসনটি আরও একবার শূন্য হয়েছিল।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর