ঢাকা, ০৮ ডিসেম্বর সোমবার, ২০২৫ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২১ ৮ ডিসেম্বর ২০২৫  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজউদ্দিনের আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

রিটকারী আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, “এ রিটের শুনানিকালে আদালত বলেছেন, ‘এখন দেশের মানুষ নির্বাচনমুখী। এখন এ ধরনের রিট উপযোগী নয়।’ তখন আমি আদালতকে বলেছি, জাতির বৃহত্তর স্বার্থে আমি এ মামলা এখন চালাতে চাই না। এরপর আদালত মামলাটি ‘নট প্রেসড রিজেক্ট (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) করে দেন।’

এর আগে গত ৩ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন করা হয়।

রিটে বলা হয়, নির্বাহী বিভাগের লোক দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচার বিভাগের ন্যায় স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনেরও নিজস্ব লোকবল থাকতে হবে। এর জন্য ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয় রিটে।

 

রিটে আরও বলা হয়, সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে। কিন্তু সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হয়। নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের চাহিদা মোতাবেক নির্বাচন পরিচালনা করে। ফলে নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক তৈরি হয়।

 

এসব যুক্তি দেখিয়ে রিট আবেদন করা হয়েছিল। যা সোমবার উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর