ঢাকা, ১১ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

জোটসঙ্গী হলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৪ ১১ ডিসেম্বর ২০২৫  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটসঙ্গী হলেও নিজ দলের প্রতীকে ভোটে অংশ নিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার  এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বিচারপতি ফাতেমা নজীব ও  ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে, ১ ডিসেম্বর হাইকোর্ট জোট করলেও নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান কেন বেআইনি নয়—তা জানতে রুল জারি করেন। বিচারপতি ফাতেমা নজীব ও ফাতেমা আনোয়ারের নেতৃত্বাধীন বেঞ্চই রুলটি জারি করেছিলেন।

গত ২৭ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও দলীয় প্রতীকে ভোটের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল আমিন রিটটি করেন।

রিটে বলা হয়, নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে—এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করা হয়েছে। রিটে এ বিধান বাতিলের আবেদন জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

গত ৩ নভেম্বর সরকার আরপিও সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে, যাতে বলা হয়—জোটভুক্ত হলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকেই নির্বাচন করতে হবে। আগে জোটে থাকলে শরিক দলগুলোর মধ্যে যেকোনো দলের প্রতীক ব্যবহার করার সুযোগ ছিল।

এ বিধান নিয়ে বিএনপি শুরু থেকেই আপত্তি জানায় এবং নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে তা জানায়। জোটে যেতে আগ্রহী কিছু ছোট দলও সরকারের সিদ্ধান্তে অস্বস্তি প্রকাশ করে। তবে আপত্তি উপেক্ষা করেই সরকার ৩ নভেম্বর সংশোধিত আরপিও অধ্যাদেশ জারি করে।

এই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন ২৬ নভেম্বর রিট আবেদন করেন।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর