ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ১০ ভাদ্র ১৪৩২
good-food
১৩২১

ডিএনসিসি-উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৫ ২৪ জানুয়ারি ২০১৯  

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুল সাংবাদিকদের এ তথ্য দেন।

ডিএনসিসি উপনির্বাচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি । আর মার্চ থেকে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা পরিষদ নির্বাচন হবে।

মির্জা ফখরুল বলেন, এ সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নেবে না। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অভিজ্ঞতা’ থেকে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচন ও গাইবান্ধা-৩ আসনের ভোটেও অংশ নেবে না বিএনপি।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর