ঢাকা, ১০ মে শুক্রবার, ২০২৪ || ২৭ বৈশাখ ১৪৩১
good-food
৫১৯

ডোপ টেস্টে ধরা পড়ে চাকরি হারালেন ১০ পুলিশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৮ ২৩ নভেম্বর ২০২০  

মাদকসংক্রান্ত কোনো বিধিনিষেধ সতর্কতাই মানেননি তাঁরা। শেষ পর্যন্ত ‘মাদক ডোপ টেস্টে পজিটিভ’ আসায় চাকরি হারালেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ সদস্য। গত রবিবার ডিএমপি সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।

 

সূত্র  জানায়, ডিএমপিতে ‘ডোপ টেস্টে’ এখন পর্যন্ত মোট অভিযুক্ত পুলিশ সদস্য ৬৮ জন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে ৪৩টি। বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন ২৫ জনের বিরুদ্ধে। সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়েছে ১৮ জনের বিরুদ্ধে। অভিযুক্ত ৬৮ জন পুলিশ সদস্যের মধ্যে এসআই সাতজন, সার্জেন্ট একজন, এএসআই পাঁচজন, নায়েক পাঁচজন ও কনস্টেবল ৫০ জন।

 

এছাড়া মাদকসংক্রান্ত অন্যান্য অভিযোগ, যেমন মাদক বিক্রিতে অভিযুক্ত হয়েছেন ১০ জন, মাদক সেবনে অভিযুক্ত পাঁচজন এবং উদ্ধার করা মাদক উদ্ধারের তুলনায় কম দেখিয়ে অর্থগ্রহণে অভিযুক্ত হয়েছেন চারজন।

 

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, যাঁদেরকে মাদক সংশ্লিষ্টতায় শাস্তি দেওয়া হয়েছে, তাঁদের আগেই সতর্ক করা হয়েছিল। মূলত যাঁরা শোধরায়নি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

 

তিনি বলেন,  আমরা কাউকে ছাড় দিচ্ছি না। এ উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং এ রাস্তা থেকে ফিরে এসেছে।’