ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৭৮৯

ঢাকা উত্তর সিটিতে জয়ের পথে আতিকুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৬ ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

আতিকুল ইসলাম

আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ নির্বাচনে ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম এগিয়ে রয়েছেন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আতিকুল অর্ধেকের বেশী ভোট কেন্দ্রে যে পরিমান ভোট পেয়ে এগিয়ে আছেন, তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ধারে কাছেও নেই। বলা যায়, আতিকুলের জয় নিশ্চিত। 

রাত সাড়ে দশটায় ১ হাজার ২৯৫ কেন্দ্রের মধ্যে ৬৪৫ কেন্দ্রের মেয়র পদের ভোটের ফলাফল জানানো হয়। এতে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ব্যবধানে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে এগিয়ে আছেন। প্রাপ্ত এই ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম  ৩ লাখ ৮৭ হাজার ২৭৯ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে শাফিন আহমেদ পেয়েছেন মাত্র ১৫ হাজার ২৭৫ ভোট। অপর প্রতীকের মধ্যে টেবিল ঘড়ির প্রাপ্ত ভোট ৩ হাজার ৩৭১, আম ২৮৭৬ ও বাঘ প্রতীক পেয়েছে দুই হাজার ৮৭৩ ভোট।

৬৪৫ কেন্দ্রে ভোট পড়েছে ২৮ দশমিক ২৮ শতাংশ।

নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩০, ৩৫, ৬২১ জন এবং মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ২৯৫টি।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি তেমন একটা দেখা না গেলেও যেসব নতুন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হচ্ছে সেখানে ভোটার উপস্থিতি কিছুটা বেশি ছিল। এ নির্বাচন বয়কট করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তাদের মিত্ররা।