ঢাকা, ২৫ অক্টোবর শনিবার, ২০২৫ || ১০ কার্তিক ১৪৩২
good-food
১৯

ঢাকা জেলায় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৬ ২৫ অক্টোবর ২০২৫  

দেশের মানুষের মাথাপিছু আয় যেখানে ২ হাজার ৮২০ ডলার, সেখানে ঢাকা জেলা বাসিন্দাদের মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার বলে তথ্য দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। শনিবার ডিসিসিআই প্রকাশিত ‘ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই)’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে।

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের ২০১১ সালের হিসাবকে ভিত্তি ধরে তারা ২০২৩-২৪ অর্থবছরে ঢাকা জেলার মানুষের মাথাপিছু আয়ের এই হিসাব করেছে। চলতি বছরের মে মাসে ২০২৪-২৫ অর্থছরে মাথাপিছু আয় বেড়ে ইতিহাসের সর্বোচ্চ ২ হাজার ৮২০ ডলার হওয়ার তথ্য দেয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিবিএস।

 

সাময়িক এ হিসাবে প্রতিষ্ঠানটি বলছে, এক বছরের ব্যবধানে এ আয় বেড়েছে ৮২ ডলার, আগের ২০২৩-২০২৪ অর্থবছরে যা ছিল ২ হাজার ৭৩৮ ডলার। এর আগে সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল ২০২১-২২ অর্থবছরে, ২ হাজার ৭৯৩ ডলার। দেশের মানুষের মাথাপিছু আয়ের তথ্য দিলেও জেলাভিত্তিক আয়ের হিসাব দেয় না প্রতিষ্ঠানটি।

 

এবার ঢাকা জেলার হিসাব তুলে ধরল ডিসিসিআই। ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ শীর্ষক ‘ফোকাস গ্রুপ’ আলোচনায় প্রতিবেদনটি তুলে ধরা হয়। সেখানে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। আর প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।

 

ব্যবসায়ীদের এই সংগঠনটির ভাষ্য, দেশের মোট জিডিপির ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক; আর মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ রয়েছে এখানে। ত্রৈমাসিক ভিত্তিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের লক্ষ্যে গবেষণা পরিচালনার তথ্য দিয়ে ডিসিসিআই বলছে, এতে ঢাকা জেলার বাণিজ্য কর্মকাণ্ড পরিবর্তন, খাতভিত্তিক অর্জন ও সর্বোপরি অর্থনৈতিক অবস্থা তুলে ধরা হয়েছে।

 

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে গবেষণাটি পরিচালিত হয়েছে। এতে উৎপাদন খাতের ৩৬৫ জন ও সেবা খাতের ২৮৯ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, শহুরে জনসংখ্যার ৩২ শতাংশ এবং দেশের মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশের বসবাস ঢাকায়—যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।ডিসিসিআই বলছে, দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে ঘনবসতিপূর্ণ এ অঞ্চল থেকে।