ঢাকা, ১২ ডিসেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৬ ১২ ডিসেম্বর ২০২৫  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


শুক্রবার বেলা ১১টা ৫১ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।


ঢাকা-১০ আসনে ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা অন্তর্ভুক্ত। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য গত বুধবার অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।


এর আগে গত মাসে ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, ঢাকার কোনো একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ইচ্ছা রয়েছে। তিনি সবার সহযোগিতা চেয়েছিলেন।


এই ঘোষণার মাধ্যমে আসিফ মাহমুদ নিজের রাজনৈতিক পরিকল্পনা আরও পরিষ্কার করেছেন এবং ঢাকা-১০ আসনের ভোটারদের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন।


সম্প্রতি আসিফ মাহমুদ নিজের ভোটার এলাকা কুমিল্লা থেকে ঢাকার ধানমন্ডিতে স্থানান্তর করেন।

বিএনপির সঙ্গে আসিফ মাহমুদের জোটবদ্ধ হওয়ার গুঞ্জন চলছিল । এরই মধ্যে ঢাকা-১০ আসনে দলটি রবিউল আলমকে মনোনয়ন দিয়েছে।


এই আসনে বর্তমানে অন্যান্য রাজনৈতিক দল বা জোটের কিংবা অন্যান্য স্বতন্ত্র প্রার্থীর নাম সরকারিভাবে এখনো প্রকাশিত হয়নি। তবে বিএনপির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসিফ মাহমুদ এটা নিশ্চিত হওয়া গেল।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর