ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৭৭৮

ঢাকাকে মাদকমুক্ত করতে চান তাপস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৭ ১১ জানুয়ারি ২০২০  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিজয়ী হলে ঢাকা শহরকে মাদকমুক্ত করব। এলাকাভিত্তিক সামাজিক সমস্যাগুলো সমাধান করব।
শনিবার রাজধানীর ওয়ারীতে ঐতিহাসিক রোজ গার্ডেনে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন। সেখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাপস।

তিনি বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর। ঢাকাতেই আমাদের বেড়ে ওঠা এবং স্বপ্ন দেখা। তাই আমাদের এই ঐতিহ্যবাহী নগরীকে পুনরুজ্জীবিত করব। আমরা একে উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলব।
ব্যারিস্টার তাপস বলেন, আমরা আমাদের ঢাকাকে সুন্দর হিসেবে গড়ে তুলব। প্রত্যেকটা ওয়ার্ডে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। আমাদের মা-বোন ও মুরুব্বিদের জন্য পর্যাপ্ত হাঁটার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, আমাদের ঢাকার রাস্তা-ঘাট পুনর্বিন্যাস করে জনগণের ভোগান্তি কমানো হবে। ডিএসসিসিকে জনগণের সেবামূলক দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করা হবে। ঢাকায় বসবাসকারী মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দিনব্যাপী পুরান ঢাকার ওয়ারীর বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সাবেকমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর