ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৪০০

তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৪ ২৬ জানুয়ারি ২০২০  

হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। 
রোববার আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক রিটটি করেছেন। সিঙ্গাপুরে তাবিথের সম্পদ গোপনের অভিযোগ তদন্তের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আদেশ চেয়ে এ রিট করেছেন তিনি।
শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, এনএফএম এনার্জি সিঙ্গাপুর লিমিটেড কোম্পানিতে তাবিথের শেয়ার রয়েছে। ২১ মিলিয়ন ডলারের এ কোম্পনির মালিক তিনজন। তন্মধ্যে তাবিথ একজন। কিন্তু তিনি নির্বাচনের হলফনামায় এ কোম্পানির মালিকানার কথা গোপন করেছেন। এতে আইন লঙ্ঘিত হয়েছে।
তিনি বলেন, সিঙ্গাপুরের কোম্পানিতে তাবিথের মালিকানা এবং কোম্পানির সম্পদের মূল্যমানের ব্যাপারে আমার কাছে প্রকৃত নথিপত্র রয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনেও (ইসি) অভিযোগ করা হয়েছিল। কিন্তু সেখানে থেকে কোনো সাড়া না পাওয়ায় রিট করতে বাধ্য হয়েছি।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর