ঢাকা, ২২ সেপ্টেম্বর সোমবার, ২০২৫ || ৭ আশ্বিন ১৪৩২
good-food
২৯

দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে নির্বাচন পদ্ধতি: শফিকুল আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৪ ২১ সেপ্টেম্বর ২০২৫  

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের এক সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

নির্বাচনের জরিপ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। জরিপে অংশ নেয়া ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়া মানে সামনের নির্বাচন হবে ইনক্লুসিভ। সবাই ভোট দিতে এলে নির্বাচন ভালো হতে বাধ্য।

 

প্রেস সচিব জোর দিয়ে বলেন, নির্বাচন পদ্ধতি দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট হবে, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে।

 

আসন্ন নির্বাচন ঘিরে সংস্থাটির প্রকাশিত এক জরিপের ফলাফলে উল্লেখ করা হয়, দেশের ৫৬ শতাংশ মানুষই এখনো পিআর সিস্টেম সম্পর্কে জানে না। এ পদ্ধতি চান ২১.৮ শতাংশ, আর চান না ২২.২ শতাংশ। এই জরিপে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন। উত্তরদাতার মধ্যে ৬৯.৯ শতাংশের মতে, অন্তর্বর্তীকালীন সরকারই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর