ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৩৭৮

দলের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি: সাঈদ খোকন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৫ ৩০ ডিসেম্বর ২০১৯  

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, মনোনয়নের ব্যাপারে দলের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি। বাবার পর আমার অভিভাবক নেত্রী শেখ হাসিনা। তিনি যা ভালো মনে করেছেন, সেই সিদ্ধান্তই নিয়েছেন। আমি তা খুশি মনে মেনে নিয়েছি। আমি তা মাথা পেতে নিলাম।
সোমবার নগরভবনে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। সাঈদ খোকন বলেন, বাবা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের হাত ধরে রাজনীতিতে এসেছি। তাকে হারিয়েছি। বাবার অনুপস্থিতিতে শেখ হাসিনাই আমার অভিভাবক। আমি বলেছিলাম, তিনি আমার জন্য যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন। আমার নেত্রী যেটা ভালো মনে করেছেন, সেটা করেছেন। আমি খুশি মনে বলতে চাই, আলহামদুলিল্লাহ। আমার নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন তা খুশি মনে মেনে নিয়েছি। তিনি যেটা ন্যায্য মনে করেছেন, ভালো মনে করেছেন, সেটাই করেছেন। আমি খুশি, আমি আনন্দিত।
মেয়র হিসেবে আপনার অসমাপ্ত কাজ কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগত ব্যাখ্যায় কোনো ভুল না থাকলে আগামী ১৭ মে আমার মেয়াদকাল শেষ হবে। এ সময়টুকুতে সব কার্যক্রম চালিয়ে যাব। বিশেষ জল-সবুজের ঢাকা প্রকল্পে’র আওতায় ঢাকার খেলার মাঠগুলোর ৮০ থেকে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আশা করি মাস দুই-তিনের মধ্যে কাজ সম্পন্ন হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রকল্প রয়েছে কিছু। সেগুলো কাজ এগিয়ে নেব। পরবর্তীতে জনগণের ভোটে নির্বাচিত মেয়র বাকি কাজ সম্পন্ন করবেন।
সাঈদ খোকন বলেন, একজনের পক্ষে সব হয় না। আমি শুরু করেছি, কিছুটা করেছি, বাকিটা নতুন মেয়র করবেন। এভাবেই শহর ও দেশ এগিয়ে যাবে।
মেয়র হিসেবে নিজেকে সফল মনে করেন কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটি ইতিবাচক ধারার সূচনা করেছি। মৌলিক সমস্যার সমাধান করেছি। আমি সফল। তবে আমিও মানুষ, ফেরেশতা না। ভুল-ত্রুটি থাকতে পারে। ১০টা কাজ করলে সব সঠিক করেছি, সেটি বলব না। আগামীতে যিনি আসবেন তাকে আমার পরামর্শ ও অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করব।
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণের জন্য আগামী ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর