ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
৮৬২

দেড় হাজার মনোনয়ন ফরম বিক্রি, আয় সাড়ে ৪ কোটি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১১ ১৮ জানুয়ারি ২০১৯  

সংরক্ষিত আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৫১০ জন।  

জমা পড়েছে ১ হাজার ৪১৫টি ফরম।

 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ (এমপি) এটি নিশ্চিত করেছেন।

 

একাদশ জাতীয় সংসদে মনোনয়ন ফরম বিক্রি বাবদ আওয়ামী লীগের কোষাগারে জমা পড়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা৷

শুক্রবার পর্যন্ত যারা মনোনয়ন ফরম সংগ্রহ সত্ত্বেও জমা দিতে পারেননি আগামী রোববার পর্যন্ত তারা মনোনয়ন ফরম জমা দেয়ার সুযোগ পাবেন। তবে নতুন করে কেউ ফরম সংগ্রহের সুযোগ পাবেন না।

 

দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার এবং দলের জন্য যাদের ত্যাগ রয়েছে এমন নারী রাজনৈতিক কর্মীরা যেমন মনোনয়ন ফরম কিনছেন, তেমনি পিছিয়ে নেই অভিনয় শিল্পীরাও। মৌসুমী, অরুণা বিশ্বাস, তারিন, শমী কায়সার, সাহারা, রোকেয়া প্রাচীর মতো অভিনেত্রীরা সংরক্ষিত মহিলা সাংসদ পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছেন।

 

 

তবে, তারকাদের চেয়ে দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা অগ্রাধীকার পাবেন বলে জানিয়েছেন দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। একইসঙ্গে শেষ পর্যন্ত কারা মনোনয়ন পাবেন তা নির্ধারণে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় ৪৩ আসনে প্রার্থী চূড়ান্ত হবে বলে জানান তিনি।

 

এর আগে মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া শুরু করে আওয়ামী লীগ। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

একাদশ জাতীয় সংসদে ২৫৭টি আসনে জয় পায় আওয়ামী লীগ। মোট ৫০ সংরক্ষিত মহিলা সংসদীয় আসন। সেই হিসাবে প্রতি ৬ আসনে ১জন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পেয়ে থাকে সংসদে প্রতিনিধিত্ব করা দলগুলো। আওয়ামী লীগ ৪৩টি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনোনীত করার সুযোগ পাচ্ছে।

 

একই গাণিতিক হিসাবে জাতীয় পার্টি ৪টি আসন পাচ্ছে।

মহাজোটের আর কোন দল ৬টির বেশি আসন না পাওয়ায় কোন দল এককভাবে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়ার সুযোগ পাচ্ছে না।


১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত মহিলা আসনের জন্য তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।