নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী, ইসির নির্দেশনার অপেক্ষা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২১ ৮ সেপ্টেম্বর ২০২৫

গত বছরের ৫ আগস্টে হারানো অস্ত্রের মধ্যে ৮০ শতাংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে উল্লেখ করে সেনাসদরের পক্ষ থেকে জানানো হয়েছে। হারানো ১২ হাজার ১১৯টি অস্ত্রের মধ্যে ৯ হাজার ৭৯৪টি এবং ৩ লাখ ৯০ হাজার রাউন্ড গোলাবারুদের মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৩৫৯ রাউন্ড উদ্ধার করা হয়েছে। বাকিগুলো দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসে এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার অভিযানে গত এক মাসে সেনাবাহিনী ৬৫টি অবৈধ অস্ত্র ও ২৯৭ রাউন্ড গোলাবারুদ এবং গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত ১২ হাজার ১১৯টি হারানো অস্ত্রের মধ্যে ৯ হাজার ৭৯৪টি অস্ত্র এবং ৩ লাখ ৯০ রাউন্ড হারানো গোলাবারুদের মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৩৫৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়া সেনাবাহিনী বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত এখন পর্যন্ত সর্বমোট ১৭ হাজার ৯২৬ জন এবং গত এক মাসে ১ হাজার ২৯৪ জনকে গ্রেফতার করেছে। যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত, চাঁদাবাজসহ অন্যান্য অপরাধী রয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। তবে শিগগিরই ইসির নির্দেশনা পাওয়া যাবে বলে আমরা আশা করছি। নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব দেয়া হবে সেনাবাহিনী সে অনুযায়ী দায়িত্ব পালন করবে এবং সর্বোচ্চ পেশাদারির সঙ্গেই সেনাবাহিনী সেই দায়িত্ব পালন করবে।
গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষ প্রসঙ্গে সেনা কর্মকর্তা বলেন, ওই সময় সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বারবার অনুরোধ জানালেও পুনরায় উত্তেজিত নেতাকর্মীরা সহিংসতা শুরু করে। এতে সেনাবাহিনীর ৫ জন এবং পুলিশের ৬ জন সদস্য গুরুতর আহত হন। একই ঘটনায় সেনাবাহিনীর একটি পিকআপের উইন্ডশিল্ড ভেঙে যায়।
শফিকুল ইসলাম জানান, গত ৩১ আগস্ট রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে গভীর রাতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে ভোররাতে পরিস্থিতি স্বাভাবিক করে। ওই সংঘর্ষে পুলিশের গাড়ি ভাঙচুর এবং কিছু পুলিশ সদস্য আহত হন।
তিনি জানান, ২ সেপ্টেম্বর নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন কোম্পানির শ্রমিকরা বকেয়া বেতন ও অবৈধভাবে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তেজনা সৃষ্টি করে। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং একজন সদস্যের অস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে নেয়। এতে বহু পুলিশ আহত হয় এবং ছয়জন সেনাসদস্য আহত হন, যার মধ্যে একজন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তা বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। তবে এই নির্বাচন গণতন্ত্রের চর্চায় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
সেনাসদর জনায়, মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী গত এক মাসে ঢাকার খিলগাঁও, কাফরুল, কলাবাগান, নাখালপাড়া ছাড়াও যশোর, মুন্সিগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৭৮ জনকে গ্রেফতার করেছে। গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত মাদক সংশ্লিষ্ট সর্বমোট ৫ হাজার ৯৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত আগস্টে সিলেট ও সুনামগঞ্জ এলাকায় চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ কোটি ১৯ লাখ টাকার পণ্য জব্দ করা হয়।
স্বাস্থ্য খাতে অনিয়ম প্রতিরোধে সেনাবাহিনী ২৬ আগস্ট মহাখালী ক্যান্সার হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের মূল হোতাসহ ৬২ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। একইভাবে, ১৭ আগস্ট মুন্সিগঞ্জে ভেজাল প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় এবং অপরাধীদের গ্রেফতার করা হয়।
সেনাসদর জনায়, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন প্রতিরোধে গত এক মাসে মানিকগঞ্জে অভিযান চালিয়ে ৯টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং ৪ জনকে গ্রেফতার করা হয়। জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসায় সেনাবাহিনী এখন পর্যন্ত ৫ হাজার ৫৬ জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে। ঢাকায় এখনো ৩৫ জন চিকিৎসাধীন রয়েছে।
পার্বত্য চট্টগ্রামে বিগত এক মাসে ৮টি গোয়েন্দা তথ্য নির্ভর অভিযান পরিচালনা করা হয়। এতে ১৮টি আগ্নেয়াস্ত্র, ৬১ রাউন্ড গোলাবারুদ ও মাদকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে জেএসএস (মূল), ইউপিডিএফ (মূল) ও এমএলপি’র সদস্যসহ মোট ৩৭ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। বান্দরবানের রুমা উপজেলায় দীর্ঘমেয়াদি অভিযানে কেএনএ-এর একটি প্রশিক্ষণ ঘাঁটি ধ্বংস এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাসদর আরও জনায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ও এফডিএমএন ক্যাম্পে গত এক মাসে প্রায় ৭৫০ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। যৌথ বাহিনীর অভিযানে ৯ লাখ ১২ হাজার ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল আইস, ১৭ লাখ টাকার চোরাই পণ্য, ৯টি আগ্নেয়াস্ত্র ও ৫২৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় এফডিএমএন ক্যাম্প এলাকায় একাধিক অভিযান চালানো হয়।
- দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ পাঠাচ্ছে সরকার
- হজমশক্তি বাড়ায় যে ৪ ফল
- কার্তিক-শ্রীলীলার বিয়ের প্রস্তুতি শুরু!
- নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী, ইসির নির্দেশনার অপেক্ষা
- নেপালে ‘জেন জি’দের বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ১৯
- এশিয়া কাপে তাণ্ডব চালাতে পারেন যে ৫ ব্যাটার
- সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত না করার দাবি
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না
- স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ
- ফ্যাশনের নতুন ট্রেন্ড দাড়ি, সৌন্দর্য বাড়াতে যেভাবে যত্ন নেবেন
- আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর, ক্ষমা চাইলেন সেই আইনজীবী
- নুরাল পাগলার মাজার ঘিরে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৫
- ট্রাম্পকে তুলোধনা করলেন সালমান!
- আর্জেন্টিনার দুই প্রতিপক্ষ চূড়ান্ত, কবে-কখন খেলা
- নুরাল পাগলার মরদেহ পোড়ানো অমানবিক ও ঘৃণ্য: অন্তর্বর্তী সরকার
- ভোরের স্বপ্ন কী আসলেই সত্যি হয়?
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা পাওনা পরিশোধ করছে না ম্যারিকো
- জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, অগ্নিসংযোগ
- নির্বাচনের সীমানা চূড়ান্ত:৩৭ আসনে পরিবর্তন, ঢাকাসহ ৪৬ আসনে প্রভাব
- নির্বাচনে দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ
- হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
- বিশ্বকাপে খেলতে রোমাঞ্চিত ও অনুপ্রেরণা বোধ করছি: মেসি
- ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি
- ব্ল্যাক নাকি গ্রিন টি, কোনটি বেশি উপকারী?
- আমির, শাহরুখ, সালমানের ছবিও ফিকে ‘সাইয়ারা’র প্রেমের ছোঁয়ায়
- আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর
- জাতীয় সংসদ নির্বাচন: গাজীপুরে আসন বাড়লো, কমলো বাগেরহাটে
- আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল ৬০ গাড়ি
- পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের ঘণ্টাব্যাপী বৈঠক
- সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা পাওনা পরিশোধ করছে না ম্যারিকো
- নুরাল পাগলার মরদেহ পোড়ানো অমানবিক ও ঘৃণ্য: অন্তর্বর্তী সরকার
- বোম্বাই মরিচে যে ১২ উপকার পাবেন
- ৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন
- দীঘি আউট, প্রভা ইন
- আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর
- ব্ল্যাক নাকি গ্রিন টি, কোনটি বেশি উপকারী?
- নির্বাচনের আগে ৪ হাজার এএসআই নিয়োগ হবে
- ফ্যাটি লিভার নির্মূল বিশেষ খাদ্যাভ্যাসে, কী সেটি? কী কী খেতে হয়?
- কেমন হলো এশিয়া কাপের ৮ দলের স্কোয়াড
- জিনপিং-পুতিনের সঙ্গে বৈঠক
বিরল চীন সফর থেকে কিম কী চান? - সেকাল-একালের শাকিব খান, বললেন ১১ বছরের গল্প
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- দেশি ফল ডেউয়ার গুণাগুণ জানলে অবাক হবেন
- ভোরের স্বপ্ন কী আসলেই সত্যি হয়?
- তানজিদ ও লিটনের উন্নতি, শীর্ষে রাজা
- প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের তথ্য জানা নেই
- ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, ভর্তি করাবেন স্কুলে!
- জোট হলেও নিজ দলের প্রতীকেই ভোট, ‘না ভোট’ বাধ্যতামূলক
- জাতীয় সংসদ নির্বাচন: গাজীপুরে আসন বাড়লো, কমলো বাগেরহাটে