ঢাকা, ১২ মে সোমবার, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
good-food
১০১৫

নির্বাচন প্রত্যাখ্যান, পুনঃনির্বাচন চাই : ফখরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৮ ৩১ ডিসেম্বর ২০১৮  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন,  রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সুপরিকল্পিত একটি নির্বাচন হয়েছে। 
সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানাই। আমরা এই নির্বাচন প্রত্যাখান করছি এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিতে হবে।
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের বিষয়টি আইওয়াশ বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ।

ফখরুল বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যটক আসার বিষয়টি আওয়ামী লীগের আইওয়াস। ভারতের যে কয়জন এসেছে তারা পর্যবেক্ষক হিসেবে নয় সরকারের পরিকল্পনার অংশ হিসেবে এসেছে।
এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ড: খোন্দকার মোশাররফ হোসেন, ড: মঈন খান, মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।