ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
৩১৭

নির্বাচনে যাওয়ার পরিবেশ তৈরি হয়নি : জিএম কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪২ ১৪ নভেম্বর ২০২৩  

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনে যাওয়ার এখনও পরিবেশ তৈরি হয়নি  নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এ অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই পরবর্তীতে সরকার সমস্যায় পরে তাহলে কী হবে? 
   
মঙ্গলবার (১৪ নভেম্বর) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সভায় জিএম কাদের নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেবার। নানা বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে। এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। তারা সংলাপ চাচ্ছেন। আমরাও সংলাপের কথা বলে আসছি।

 

জিএম কাদের বলেন, আমরা আর কোন দলের মুখাপেক্ষী থাকতে চাই না। আমরা এখন দলগতভাবে অনেক শক্তিশালী। সভায় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর