ঢাকা, ১১ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

নির্বাচনের প্রস্তুতিতে রাষ্ট্রপতির সন্তোষ, সহযোগিতার আশ্বাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৯ ১০ ডিসেম্বর ২০২৫  

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবহিত করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে সংসদ নির্বাচন ও গণভোটে সার্বিক ও পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।


বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং চারজন কমিশনার ও কমিশন সচিব বঙ্গবভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখান। পরে দুপুরে নির্বাচন কমিশনে ফিরে সাংবাদিকদেরকে বিস্তারিত জানান সচিব।


তিনি বলেন, “ইলেকশন পর্ব প্রস্তুতি এবং অন্যান্য বিষয়গুলো রাষ্ট্রপতিকে সিইসি অবহিত করেন। একটা ভালো সুষ্ঠ এবং নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি উনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি (রাষ্ট্রপতি) তার থেকে বেশি ছাড়া কম দেবেন না।”


বৈঠকে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, জাতীয় নির্বাচনের দিন গণভোটের প্রস্তুতি, দুটো নির্বাচন একই দিনে হওয়ায় ব্যালট পেপারগুলো কেমন হবে, তার সব কিছু রাষ্ট্রপতিকে জানানো হয়।


আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি রয়েছে সরকারের। জুলাই সনদ নিয়ে গণভোটও একই দিনে করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। রীতি অনুযায়ী তফসিলের আগে আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সার্বিক প্রস্তুতি জানায় নির্বাচন কমিশন।


নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, তফসিলের ভাষণ রেকর্ড করতে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে বলা হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে এই তফসিল ঘোষণা করা হবে।


তফসিলে থাকে ভোটের তারিখ, মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের সময়সীমা, মনোনয়নপত্র যাচাইবাছাই ও রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিলের সময় সীমা এবং ভোটের প্রচারের সময়সীমা।


কমিশন সচিব বলেন, ব্যালট পেপার কীভাবে ভোটারকে দেওয়া হবে, মক ভোটিংয়ে ভোটাররা কত সময় নিয়েছেন সেগুলোর পাশাপাশি ভোট গণনার পদ্ধতিও রাষ্ট্রপতিকে জানানো হয়েছে।

সাধারণত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হয়ে থাকে। তবে এবার সময় খানিকটা বাড়িয়েছে নির্বাচন কমিশন।

ইসি সচিব বলেন, আমরা এক ঘণ্টা সময় বাড়িয়েছি সকাল সাড়ে ৭টা এবং বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। রাষ্ট্রপতি এটাও বললেন যে এটা যৌক্তিকভাবেই এটা হয়েছে এবং উনি সন্তোষ প্রকাশ করেছেন। উনি অত্যন্ত মনোযোগ দিয়ে যেটা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে আপনার দেশের বাইরের ভোটিং পদ্ধতি এবং দেশের ভেতরের পোস্টাল ভোট। এইটা সম্পর্কে উনার কৌতুহল।


তফসিলের বিষয়ে সিইসির ভাষণ বিকেলে রেকর্ড করা হবে জানিয়ে কমিশন সচিব জানান, ভোটের তারিখ চূড়ান্ত করতে শেষ মুহূর্তের বৈঠক এখনও হয়নি।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর