ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২২৬

প্রচণ্ড চুল ঝরছে, ঘরে বানানো হেয়ার মাস্কেই পাবেন ফল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩০ ২৪ মার্চ ২০২১  

অকালে সব চুল ঝরে যাওয়ার মতো টেনশন হয় একটি-দুটি চুল ঝরলেই। সেখানে মুঠো মুঠো চুল উঠছে। সত্যিই তো টেনশন হওয়ার কথা! কিন্তু সবরকম চেষ্টার পরও মিলছে না সমাধান। অনেকেই চুল পড়ার সমস্যা থেকে বাঁচতে দামি দামি হেয়ার মাস্ক ব্যবহার করেন। কিন্তু জানেন কি বাড়িতেই বানানো যায় এই মাস্কগুলো? হেনা, ডিম, দই, কলা এগুলো দিয়েই বানানো যায় সেই মাস্কগুলো। এতেই লাভ হবে আস্তে আস্তে। সঙ্গে আবার মাথায় একরাশ চুল গজাবে। দেখে নিন সেই মাস্কগুলো কীভাবে বানাবেন-


গ্রিন টি হেয়ার মাস্ক
আগের দিন রাতে পানিতে গ্রিন টি ভিজিয়ে রেখে দেবেন। তবে শুধু গরম পানিতেই নয় ঠাণ্ডা পানিতেও ভেজাতে পারেন এটি। পরের দিন পানি থেকে গ্রিন টি'র পাতা তুলে অন্য পাত্রে রাখুন। এর মধ্যে ডিমের কুসুম দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। একটি স্মুদ মিশ্রণ তৈরি হয়ে গেলে সেটি চুলের স্ক্যাল্পে লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট মতো। এবার ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ভালো করে মাইল্ড শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু' দিন এমন করতেই পারেন। পড়া অনেকটা কম হবে।


ভিটামিন ই ক্যাপসুল হেয়ার প্যাক
আগের রাতে একটি পাত্রে এক চামচ আমন্ড তেল, এক চামচ ক্যাস্টর তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণে একটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে তার ভেতরে তেল মিশিয়ে দিন। এই মিশ্রণ এবার ভালো করে চুলের আগা থেকে গোড়া অবধি লাগিয়ে নিয়ে মাথায় শাওয়ার ক্যাপ দিয়ে সারারাত রেখে দিতে হবে। পরের দিন সকালে শ্যাম্পু করে নিলেই বুঝবেন চুল সিল্কি লাগছে। এটা দুই মাস ধরে সপ্তাহে এক দিন করলে চুল পড়ার সমস্যায় রেহাই পাবেন।


আমলার মাস্ক
দুটি আমলা ভালো করে পিষে বানিয়ে নিন। ডিমের সাদা অংশ, ফ্রুট সল্ট, আর খানিক পানি নিয়ে এর মধ্যে মেশান। গোটা চুলে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করুন। এবার শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে দু' দিন করলেই পাবেন মনের মতো ফল।