ঢাকা, ১২ মে সোমবার, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
good-food
১১৭৪

বগুড়া -৬ আসনে মির্জা ফখরুল জয়ী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৭ ৩০ ডিসেম্বর ২০১৮  

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া-৬ আসনে তিনি জয়লাভ করেন।

মির্জা ফখরুল ২ লাখ ৬ হাজার ৯৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।

রোববার সকাল ৮ টায় ভোট শুরু হয়ে চলে টানা বিকেল ৪ টা পর্যন্ত। ভোট চলাকালীন এ এলাকার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে ৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করে মাত্র একবার বিজয়ী হন।

এবার তিনি ঠাকুরগাঁও-১ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশ নেন।

বগুড়া থেকে বিজয়ী হলেও তিনি তার নিজ এলাকা ঠাকুরগাঁও-১ আসনে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে হেরে গেছেন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায় মির্জা ফখরুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯০৯ ভোট।

আর ২ লাখ ২৪ হাজার ৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।