ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ১০ ভাদ্র ১৪৩২
good-food
৮৮৬

বঙ্গবন্ধু এটাকে বলতেন রাজচালাকি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৪ ১০ জানুয়ারি ২০১৯  

২০০৮ সালে নির্বাচন হয়েছিল। ২০১৪ সালে প্রধান বিরোধী দলগুলো নির্বাচনে যায়নি। একা একা নির্বাচন করে আওয়ামী লীগ জিতে যায়। নতুন মন্ত্রিসভা গঠন করে। তারা বলে সাময়িকভাবে করা হচ্ছে। কিন্তু নির্বাচন না দিয়ে পাঁচ বছর থাকলো। নির্বাচন যখন হলো তখন আরেক প্রহসন। রাতে ভোটচুরি করে জয়ী হলো। বঙ্গবন্ধু এটাকে বলতেন রাজচালাকি।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন এসব কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই সভা হয়।

ড. কামাল হোসেন বলেন, ৩০ ডিসেম্বর যা ঘটলো তা সত্যিই দুঃখের বিষয়। ভাবতে অবাক লাগছে স্বাধীনতার ৪৮ বছর পরও এরকম কিছু দেখতে হলো। তৃতীয়বার একজন প্রধানমন্ত্রী হয়ে গেলেন। ৩০০ লোক সংসদ সদস্য হয়ে গেলেন।  বিরোধী দলে কয়জন, মাত্র সাতজন। এর মধ্যে আমাদের দু’জন। এর অর্থ কী? ১৭ কোটি মানুষকে নিয়ে খেলা যায়। 

বাংলাদেশর মালিক জনগণ উল্লেখ করে তিনি বলেন, আমরা রাজনীতি থেকে সরে রাজচালাকিতে চলে যাচ্ছি। ৩০ ডিসেম্বর যা হয়েছে তা রাজচালাকি। এই থেকে বিরত থাকেন। সংবিধান অনুযায়ী আলাপ-আলোচনার মধ্য দিয়ে সব করেন। আপনারা যা করছেন তা কারো জন্য মঙ্গলজনক নয়।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর