ঢাকা, ১৩ আগস্ট বুধবার, ২০২৫ || ২৯ শ্রাবণ ১৪৩২
good-food
১৮০

বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র-ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০০ ১৭ জানুয়ারি ২০২৫  

বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি। ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

 

এরিক গারসেত্তি বলেন, গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে। এটি অতীতের বিষয় নয়, আমরা একসঙ্গে কী করতে পারি তা নিয়ে ভাবতে হবে। 

 

এই প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, আমরা দুই দেশই শান্তিপর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র। আমরা এই নীতির ভাগিদার। এক্ষেত্রে দুই দেশ সমন্বয় করছে।

 

এরিক গারসেত্তি বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ কিংবা যেকোনো দেশই হোক না কেন, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত না। আমরা মনে করি, আমাদের একটি সুযোগ আছে।