ঢাকা, ০৪ মে শনিবার, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
good-food
৪৯২

বাড়িতেই জমে উঠুক বড়দিনের উৎসব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৯ ২৪ ডিসেম্বর ২০২০  

শেষের পথে পা রেখেছে ২০২০। আর মাত্র কয়েকটা দিন বাকি। তবে এ বছর সবার অভিজ্ঞতা একটু অন্যরকম। গেল মার্চ থেকে করোনার দাপটে গৃহবন্দি মানুষ। এরপর দীর্ঘদিনের লকডাউন, অর্থনৈতিক মন্দা-সবমিলিয়ে কঠিন বাস্তবের মুখোমুখি সবাই। অনেকে কাজ হারিয়েছেন। অসংখ্য পরিবারে কমে গেছে উপার্জন। আবার এমনও কেউ আছেন, যারা দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন। 

 

একটানা এরকম খারাপের মধ্যে থাকতে থাকতে প্রত্যেকেই মানসিকভাবে বিপর্যস্ত। করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে বাইরে বন্ধু-বান্ধব মিলে হইচই, ছুটি কাটানো কঠিন হয়ে পড়েছে। বরং ভিড় এড়িয়ে সুস্থ থাকাই এখন চ্যালেঞ্জ। এবার সব অনুষ্ঠান যখন বাড়িতেই উদযাপন করলেন, তখন খ্রিসমাসের সেলিব্রেশনও হোক সেখানেই। পরিবারের সঙ্গেই মেতে ওঠুন বছর শেষের আনন্দে।

 

ব্রেকফাস্ট করুন বাড়িতেই
বড়দিন মানেই ছুটির আমেজ। সেই সঙ্গে শীত থাকায় এসময় এদিক ওদিক ঘুরতে যেতেও ভালোই লাগে। দল বেঁধে হইহই করে চিড়িয়াখানা, পিকনিক-এসব প্রতিবছর থাকে। এবার না হয় বড়দিনের বিশেষ ব্রেকফাস্ট বাড়িতেই সারুন। ঘরের বানানো খাবারের কাছে অন্য সবকিছুর স্বাদ ফিকে। রকমারি ইংলিশ ব্রেকফাস্ট বানিয়ে চমকে দিন পরিবারের বাকি সদস্যদের।

 

বাড়িতে বানান খ্রিসমাস কুকিজ
ইউটিউবের সাহায্য নিয়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন খ্রিসমাস কুকিজ। স্টার, খ্রিসমাস ট্রি- এসব বানাতে পারেন। দেখতেও ভালো লাগবে আর খেতেও।

 

মনের মতো করে বাড়ি সাজান
পরিবারের খুদে সদস্যকে নিয়ে বাড়ির সাজিয়ে ফেলুন মনের মতো করে। টুনিলাইট লাগান। খ্রিসমাস ট্রি এনে সাজান। এছাড়া সান্তার টুপি, মোজা-এসব ঝুলিয়ে দিন। স্টার, খ্রিসমাস বেল-এসবও ঝোলাতে পারেন। সবমিলিয়ে বাড়িতেই তৈরি করে নিন পার্টির আবহ।

 

ককটেল তৈরি করুন
ফেস্টিভ্য়াল কি আর ককটেল ছাড়া জমে! তাই খ্রিসমাস ককটেল বানিয়ে নিন বাড়িতেই। খুব কাছের দু’একজন বন্ধুকে আমন্ত্রণও জানাতে পারেন। বড়দিনের সকাল শুরু হোক হাতে বানানো ককটেল দিয়েই।

 

খ্রিসমাস মাস্ক বানান
মাস্ক এমনিতেই এখন আমাদের নিত্যসঙ্গী। সবাই সুরক্ষার স্বার্থে মাস্ক অবশ্যই পরবেন। সেই সঙ্গে সান্তার মুখের আদলে বানিয়ে নিন মজাদার মুখোশ। তুলো দিয়ে বানান সান্তার দাঁড়ি। এছাড়া লাল টুপি, চশমা-এসবও তৈরি করতে ভুলবেন না। এ মুখোশ যেমন ছোটরা পরতে ভালোবাসবে, তেমনই সবাই মিলে মজা করে সেলফিও তোলা যাবে।

 

উপহার অবশ্যই রাখুন
উপহার পেতে কার না ভালো লাগে। তাই বড়দিনের পার্টিতে অবশ্যই রাখুন কিছু উপহার। সেই সঙ্গে মজার কোনও খেলা রাখুন। কোয়ারেন্টিন জন্মদিন কাটিয়েছেন। এবার প্ল্যান করে ফেলুন কোয়ারেন্টিন খ্রিসমাসের। তবে স্যানিটাইজার, স্প্রে-এসব রাখতে ভুলবেন না। সব আগে সুরক্ষার কথা মাথায় রেখে চলুন।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর