ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
১৯৭

বাড়ির কোণে ধুলা জমেছে? সাফ না করলেই বিপদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৪ ১৩ ফেব্রুয়ারি ২০২১  

বাজারে সবজি হোক অথবা মাছ-মাংস কিংবা ফল-ওষুধ, টাটকা না হলে এবং মেয়াদোত্তীর্ণ ডেট দেখে নিলে আর সেই জিনিসের দিকে ফিরেও তাকাই না আমরা। অথচ নিজেরা যেখানে বাস করি, সেই বাড়ি বছরের পর বছর একইরকম রেখে দিই। বাড়ির ক্ষেত্রে এমন অবহেলা কেন? 

 

যতক্ষণ না পর্যন্ত ওই সামগ্রীটি একেবারে নষ্ট হচ্ছে, ততক্ষণ সেটা দিয়েই কাজ চালিয়ে নিই। কারণ ফেলার কোনও ইচ্ছাই থাকে না। এ অভ্যাস কি আপনারও রয়েছে? এমন পরিস্থিতি হলে কিন্তু আপনার শরীরও খারাপ হতে বাধ্য। তাই বাড়ির এমন অনেক জিনিস আছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তাই এবার সময় এসেছে সেগুলোর দিকে নজর দেওয়ার।

 

১. বাড়িতে অনেকেরই চটি পরে হাঁটাচলার অভ্যাস থাকে। শুধু শীতকাল নয়, সারাবছর ধরে চলে এ অভ্যাস। তবে বাড়ির চটির বিশেষ ব্যবহার নেই বলে সেটি না ছেঁড়া পর্যন্ত ফেলার কথা ভাবতেই পারি না আমরা। কিন্তু আপনারা ভুল করেন। জানেন কি প্রতি ৬ মাস অন্তর চটি বদল করা উচিত? নইলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে তা থেকে। সেই চটিতে নান ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক বাসা বাঁধে যা খালি চোখে দেখা যায় না।

 

২. অনেকের গোসলের সময় বা জিমে টাওয়েল ব্যবহার করেন। একটা টাওয়েল একবার কিনেই ভাবেন, সেটা না ছেঁড়া অবধি চালিয়ে নেবেন। কিন্তু ওই টাওয়েলে ঘাম, নোংরা জমছে যা আপনার শরীরেও মিশছে। তাই ৩ মাস পর পর চেঞ্জ করুন।

 

৩. গৃহিণীরা অনেকেই একেবারে ১ মাসের মশলা কিনে তা দিয়ে কয়েক মাস চালান। কিছু বেঁচে গেলে ভাবেন আপনার সাশ্রয় হয়েছে। কিন্তু না, আপনার ক্ষতিই হয়েছে। নান ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক বাসা বাঁধে ওই মশলায়।

 

৪. একটা দামি অন্তর্বাস কিনে আপনারা বছরের পর বছর চালান। এটা ভুল। একসঙ্গে দুটো কিনে রাখুন। প্রতিদিন পাল্টে পাল্টে ব্যবহার করবেন। নইলে সেখানে দুর্গন্ধ, ময়লা, ব্যাকটেরিয়া জমবে যা আপনার বিশেষ অঙ্গের পক্ষেও ক্ষতিকারক।