ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
৯১৮

বিএনপি ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রের জন্য ভালো: কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৩ ২৪ জানুয়ারি ২০১৯  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অংশ না নিলেও ঢাকা উত্তর সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ।

২৪ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন । নির্বাচনে অংশ নিতে বিএনপি ছাড়াও অনেক দল মাঠে রয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ঘরোয়া কোন্দলের জন্যই বিএনপি ভাঙবে। আমাদের কোনো প্রয়োজন নেই বিএনপি ভেঙে ফেলার। বরং বিএনপি ঐক্যবদ্ধ থাকলে, বিপরীত পক্ষ শক্ত থাকলে গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো।

তিনি আরো বলেন, অনেক প্রতিদ্বন্দ্বী থাকবে। বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না, প্রতিদ্বন্দ্বিতার লোকও থাকবে। প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন হবে না।