ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ১০ ভাদ্র ১৪৩২
good-food
৮৪৯

বিএনপি নমিনেশন নিলাম করেছে: প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০২ ১০ জানুয়ারি ২০১৯  

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নমিনেশন নিলাম করেছে বলে মন্তব্য করেছেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। তার প্রশ্ন, নমিনেশন নিলাম করলে তারা জয়ী হবে কীভাবে?

তিনি বলেন, দেশের জনগণ সব বোঝে। তাই তারা বিএনপিকে ভোট দেয়নি। নৌকায় সিল মেরেছে। পছন্দের দলকে ফের ক্ষমতায় বসিয়েছে। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপির মনোনয়ন বাণিজ্য চরম পর্যায়ে পৌঁছায়। রীতিমতো নিলামে পরিণত হয়। প্রতি আসনে সকাল-বিকাল প্রার্থী ঘোষণা দিয়েছে তারা। যে বেশি টাকা দিয়েছে তার দিকেই ঢোলে পড়েছে।  একটা দল আসন নিলামে তুললে আর কী হবে? যা হওয়ার তাই হয়েছে। নিশ্চিত ভরাডুবি ঘটেছে।

তিনি বলেন, বিএনপি জামায়াত ইসলামকে মনোনয়ন দিয়েছে, স্বাধীনতা বিরোধীদের মনোনয়ন দিয়েছে।  কিন্তু তারা জানে না, বাংলাদেশের মানুষ এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তাই জনগণ তাদের ভোট দেয়নি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা এদেশ স্বাধীন করে গেছেন। তিনি বেঁচে থাকলে স্বাধীনতার ১০ বছরেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা তাকে হারিয়েছি। 

তিনি যোগ করেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যোন্নয়ন ঘটে। আমরা ১০ বছরে যা করেছি, অন্যান্যরা ২৮ বছরেও করতে পারেনি। দেশের অর্থনৈতিক উন্নয়ন-ই আমাদের লক্ষ্য। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নত সমৃদ্ধ দেশ হবে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর