ঢাকা, ২৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ১৩ কার্তিক ১৪৩২
good-food
৮০৯

বিএনপির ১৫২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৬ ২ জানুয়ারি ২০১৯  

ধানের শীষ প্রতীক

ধানের শীষ প্রতীক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৬টি আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ১৫২ জন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে, মনোনয়নপত্র কেনার সময় একজন প্রার্থীকে জামানত হিসেবে ২৫ হাজার টাকা নির্বাচন কমিশনে জমা রাখতে হয়। নির্বাচনে কোনো আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট কোনও প্রার্থী যদি না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ বা তার বেশি ভোট পেলে জামানত হিসেবে রাখা ২৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়।
বিভাগ অনুযায়ী, চট্টগ্রামে সর্বোচ্চ ৩৪টি আসনে বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে ঢাকা (৩১), তৃতীয় খুলনা (৩০), চতুর্থ বরিশাল (২০), পঞ্চম ময়মনসিংহ (১৮), ষষ্ঠ রাজশাহী (১৪), সপ্তম রংপুর (৫)।

তবে সিলেট বিভাগে ১২ জন বিএনপি প্রার্থীর সবার জামানত রক্ষা পেয়েছে।

দেশের ২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১ হাজার ৮৫৫ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ১ হাজার ৪২২ জন। সবচেয়ে বেশি ২৯৭ প্রার্থী জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর প্রার্থী।