ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৫৮৫

বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী পেল ফিনল্যান্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৮ ১০ ডিসেম্বর ২০১৯  

পরিবহণমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। মাত্র চৌত্রিশেই! ফিনল্যান্ডে তো বটেই, গোটা বিশ্বের নিরিখে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন সানা ম্যারিন।
ডাক বিভাগে ধর্মঘট নিয়ে মতপার্থক্যের জেরে জোটসঙ্গী সেন্টার পার্টি সমর্থন তুলে নেয়ায় সম্প্রতি সরকার ভাঙে ফিনল্যান্ডে। আস্থা ভোটে হেরে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অ্যান্টি রিনে। সেই শূন্য আসনেই সোমবার ম্যারিনকে নির্বাচিত করেছেন সোশ্যাল ডেমোক্র্যাটরা। খুবই অল্প ভোটে জিতে মঙ্গলবার তিনি শপথ নিতে চলেছেন।
এত অল্প বয়সে এত বড় দায়িত্ব? সাংবাদিক বৈঠকে প্রশ্নটা উঠতেই বল বাউন্ডারির বাইরে ফেললেন শ্রমিক পরিবার থেকে উঠে আসা বংশের প্রথম বিশ্ববিদ্যালয়ের গণ্ডি টপকানো ম্যারিন। সাফ বললেন, বয়স বা লিঙ্গ নিয়ে আমি কোনও দিন ভাবিনি। কেন আমি রাজনীতিতে এসেছি, সেটাই ভাবি। ভাবি, কেন আমি দলের আস্থাভাজন হলাম। যথাযথ ভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করব।
কূটনীতিকেরাই বলছেন, ম্যারিনের সামনে এখন বিস্তর চ্যালেঞ্জ। ডাক বিভাগের ৭০০ কর্মীর বেতন, ছাঁটাই নিয়ে এখনও অচলাবস্থা রয়েছে এই নর্ডিক দেশটির একাংশে। চাপের মুখে পদত্যাগ করেছেন দলীয় নেত্রী। পিছু হটেছেন ডাক বিভাগের সংস্কার সিদ্ধান্তেও। এখন রিনের উত্তরসূরি হিসেবে যাবতীয় পরিস্থিতির সামাল দিতে হবে কনিষ্ঠতম প্রধানমন্ত্রীকে। 
জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে ফিনল্যান্ডের উপরেও গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর চাপ রয়েছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিবেশ রক্ষায় দায়বদ্ধ থাকার বার্তা দিয়েই ম্যারিন বললেন, দেশ তথা গোটা বিশ্বের আস্থা অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হবে।
কূটনীতিকদের একাংশ বলছেন, তরুণ নেত্রীকে ঘিরে উৎসাহের মেজাজ ধরা পড়েছে দেশের একটা বড় অংশে। ফিনল্যান্ডে এই মুহূর্তে যে পাঁচটি দলের জোট সরকার, সব ক’টিরই নেতৃত্বে মেয়েরা। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিতে ম্যারিন, বামপন্থী জোটের নেতৃত্বে বছর বত্রিশের লি অ্যান্ডারসন, মধ্যপন্থী জোটে ৩২ বছর বয়সি ক্যাট্রি কালমানি, গ্রিন লিগে ৩৪ বছরের মারিয়া ওহিসালো এবং সুইডিশ পিপলস পার্টি অব ফিনল্যান্ডের নেতৃত্বে আছেন ৫৫ বছর বয়সি অ্যানা-মাজা হেনরিকসন।
ইতিমধ্যেই নিউজিল্যান্ডের নারী প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-৪০ জেসিন্ডা আর্ডের্নের সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে ম্যারিনের। জেসিন্ডার মতো তিনিও সদ্য মা হয়েছেন। মেয়ে এমার বয়স সবে এক। ঘর সামলেই এখন দেশ সামলাতে সবে ম্যারিনকে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর