ঢাকা, ০৮ ডিসেম্বর সোমবার, ২০২৫ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

বিয়ের কথা জানালেন কেয়া পায়েল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২২ ৮ ডিসেম্বর ২০২৫  

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। ক্যারিয়ারের অল্প সময়ে প্রায় চারশত নাটকে অভিনয় করেছেন বলে জানান এ গ্ল্যামারকন্যা।

এদিকে এ অভিনেত্রীর সমসাময়িক অনেকে বিয়ের পিড়িতে বসেছেন। তাই বিভিন্ন সময়ে তিনিও বিয়ের খবরে আসেন।

সম্প্রতি একটি টেলিভিশনের সাক্ষাৎকার অনুষ্ঠানে বিয়ে নিয়ে কথা বলেন কেয়া পায়েল।

বিয়েটা কীভাবে সুন্দর হয় সে কথাও জানান এ গ্ল্যামারকন্যা।

অভিনেত্রীর ভাষ্য, ‘‘বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।’’

কেয়া পায়েল

কেয়া পায়েল আরও বলেন, ‘‘সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হব।’’

অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, ‘‘বিয়ের ক্ষেত্রে তিনি শুধু সৃষ্টিকর্তার ওপরই ভরসা রাখতে চান।’’

সম্প্রতি কেয়া পায়লের ‘তুমি আমার বউ’ নাটকটি প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর