ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩১৪

ভুয়া পরিচয়ে কারারক্ষী পদে ২২ বছর চাকরি, অবশেষে র‌্যাবের জালে ধরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৩ ১৪ জানুয়ারি ২০২৩  

ভুয়া পরিচয় ব্যবহার করে কারারক্ষী পদে চাকরি করার দীর্ঘ ২২ বছর পর র‌্যাবের জালে ধরা পড়ল তাজুল ইসলাম নামে এক প্রতারক। গত বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গত শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

 

র‌্যাব জানায়, ২০০১ সালে কুমিল্লা জেলা কারাগারের কারারক্ষী পদে চাকরি হয় হবিগঞ্জের মইনউদ্দিন নামের একজনের। কিন্তু তিনি যোগদান না করায় একই নাম, ঠিকানা ব্যবহার করে তাজুল ইসলাম নামের ব্যক্তি চাকরিতে যোগদান করে। পরবর্তী সময়ে কুমিল্লা জেলা কারাগারসহ সবশেষ সিলেট কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন তিনি। 

 

২০২১ সালে ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি করছেন মইনউদ্দিন বিষয়টি কারা কতৃপক্ষের নজরে আসলে তদন্ত শুরু হয়। এরপরই ছুটির কথা বলে সিলেট থেকে গা ঢাকা দেন তাজুল। পরে সিলেটের জালালাবাদ থানায় মামলা হলে ছায়াতদন্তে নামে র‌্যাব। 

 

গত বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মনপাড়া বাজার থেকে প্রতারক তাজুলকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩ সেট কারারক্ষী ইউনিফর্ম, ১টি জ্যাকেট, ১ সেট রেইনকোট, ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি-পত্রাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তার তাজুল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।