ঢাকা, ০২ মে বৃহস্পতিবার, ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১
good-food
৫৬১

ভোটকেন্দ্র থেকে হিরো আলমের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৬ ১৭ জুলাই ২০২৩  

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলছেন, যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি একতারা প্রতীকের প্রার্থী।


সোমবার (১৭ জুলাই) বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন রিটার্নিং অফিসার মো. মনির হোসেন শেষে সাংবাদিকদের জানান, নির্বাচনের একটি নিয়ম-বিধি মানেননি হিরো আলম। এজন্য তার এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি।


এ কর্মকর্তা বলেন, হিরো আলম সকালেই আমাকে একটা অভিযোগ দিয়েছিলেন যে তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। পরে আমরা প্রিজাইডিং অফিসারকে ফোন দিয়ে তা সমাধান করি। তবে মূল সমস্যাটা হলো, তিনি যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি। নির্বাচনের তো একটি নিয়ম-বিধি আছে। সেটি মানা হয়নি বলে তাকে (এজেন্ট) ঢুকতে দেয়া হয়নি।

 

নির্বাচনে ভোটারদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ভোটারদের উপস্থিতি কম, এটা সত্য। তবে ভোটারের সংখ্যা বাড়ছে। আমরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। আমাদের আয়োজন শতভাগ সুষ্ঠু রয়েছে। আমি ভোটারদের আহ্বান জানাবো, আপনার নির্ভয়ে-নির্বিঘ্নে বিকেল ৪টা অবধি ভোট প্রদানে অংশগ্রহণ করুন।

 

এর আগে সকালে রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্রে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয়ভীতি দেখিয়ে তার এজেন্টদের বের করে দিচ্ছেন।

 

এসময় হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মো. ইলিয়াস জানান, প্রত্যেকটি কেন্দ্রে তাদের এজেন্ট দেয়া হয়েছিল। সব মিলিয়ে ৬২৪ জন এজেন্ট দায়িত্ব পালন করছেন। কিন্তু এরই মধ্যে অন্তত ১০-১২টি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেয়া হয়েছে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর