ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৯৭০

ভোটার কম হবার দায় দল ও প্রার্থীদের: সিইসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩১ ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির নতুন ৩৬ টি ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম। আর এর দায় রাজনৈতিক দল ও প্রার্থীদের বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উত্তরার ৫ নম্বর সেক্টরে আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা উত্তরের ভোটার নূরুল হুদা ভোট দেয়ার পর সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রে ভোটার না আসার দায় নির্বাচন কমিশনের নয়। এ দায় রাজনৈতিক দলগুলোর এবং প্রার্থীদের।

 

তিনি বলেন, আমি আগেই বলেছি, দুটি কারণে ভোটার উপস্থিতি কম থাকতে পারে। একটি হচ্ছে স্বল্প সময়ের জন্য এই নির্বাচন, এক বছর পরে আবার নির্বাচন হবে - সেজন্য কম হতে পারে। আর সব রাজনৈতিক দল অংশ না নেয়ায় ভোটাররা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না ভাবলে কম হতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি থাকায় ৮টায় ভোট শুরুর পর অধিকাংশ কেন্দ্র ছিল ফাঁকা। বেশিরভাগ কেন্দ্রেই নির্বাচনী কর্মকর্তা আর এজেন্টদের খোশগল্পে অলস সময় কাটাতে দেখা গেছে।

সিইসি যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেই আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি কেন্দ্রে যথাক্রমে ২৯২৯টি, ২৪৬৯টি, ৩২৮১টি ভোট রয়েছে। সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোট পড়ে মোট ৫১টি।

 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর