ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
১৯৪

মাকড়সার উৎপাত কমানোর সহজ ৫ উপায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:০৫ ২৭ এপ্রিল ২০২২  

বাড়িতে মাকড়সার উৎপাত কমানোর কিছু সহজ উপায় আছে। শুধু মানতে হবে কয়েকটা নিয়ম।

 

১) যখনই দেখবেন, আপনার ঘরের দেওয়ালে মাকড়সা জাল বুনতে শুরু করেছে, তখনই উৎখাত করুন মাকড়সাকে। এ ব্যাপারে মাকড়সাকে বেশি সময় দেওয়া যাবে না।

 

২) সপ্তাহে অন্তত একবার ঘরের দেওয়াল ভাল করে ঝেড়ে ফেলুন। কারণ ময়লা জমলেই মাকড়সার সুবিধা হয় জাল বানাতে।

 

৩) পানির মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে নিন। একটি স্প্রেয়ার বোতলে সেই পাতিলেবু মেশানো পানি দিয়ে মাকড়সার জালে স্প্রে করুন।

 

৪) দেওয়ালের কোনায় হলুদ মেশানো পানি স্প্রে করুন। এটি সপ্তাহে অন্তত একবার করুন। দেখবেন মাকড়সা আপনার ধারে কাছে ঘেঁষবে না।

 

৫) বছরে একবার দেওয়ালে রং করানোর চেষ্টা করুন। নতুন রং করা দেওয়ালে মাকড়সা বাসা বাঁধতে পারে না।