ঢাকা, ২২ আগস্ট শুক্রবার, ২০২৫ || ৬ ভাদ্র ১৪৩২
good-food
৬৭২

মাস্ক পরে হয়ে উঠুন আরও আকর্ষণীয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩২ ২৬ জানুয়ারি ২০২২  

কয়েক বছর আগেও বিশ্বে মাস্ক পরার চল তেমন একটা ছিল না। কিন্তু মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। কোভিড উনিশের বিস্তার ঠেকাতে বিশেষজ্ঞরাও পরামর্শ দিচ্ছেন, যতটা সম্ভব মাস্ক পরে থাকতে। তবে এটি পরা নিয়ে একেক জনের রয়েছে একেক মত। অধিকাংশ মানুষই মনে করেন মাস্ক পরলে তাদের দেখতে ভালো দেখায় না।

 

অথচ গবেষণা বলছে ভিন্ন কথা। যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির গবেষণায় উঠে এসেছে, মুখে মাস্ক পরলে মানুষকে আরও সুন্দর দেখায়। বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞান বিভাগের রিডার ও মাস্ক বিশেষজ্ঞ মাইকেল লুইসের মতে, মুখের নিচের অংশ ঢাকা থাকলে নারী-পুরুষ নির্বিশেষে সবাই আরও আকর্ষণীয় হয়ে ওঠেন।
 

গবেষণায় অংশ নেওয়া প্রায় শতাধিক প্রাপ্তবয়স্কে মাস্ক পরা মানুষের মুখের আবেদনের বিষয়ে নম্বর দিতে বলা হয়। আকষর্ণের মাত্রা হিসেবে ০-১০ পর্যন্ত নম্বর দিতে বলা হয় তাদের। এ কাজে মানুষের চার ধরনের ছবি দেখানো হয়, যার মধ্যে একটি মাস্ক ছাড়া, একটি ডিজাইন ছাড়া কাপড়ের মাস্ক পরা, একটি নীল মেডিকেল মাস্ক পরা এবং একটি কালো বই দিয়ে মুখের সেই অংশটুকু ঢাকা মাস্ক পরলে সাধারণত যে অংশটি ঢাকা পড়ে। দেখা গেছে, মুখে মাস্ক পরা আছে এমন ছবিগুলোকেই বেশি নম্বর দিয়েছেন স্বেচ্ছাসেবীরা। গবেষণায় আরও উঠে এসেছে, নীল রঙের মাস্ক পরলে একজন মানুষকে সবচেয়ে সুদর্শন ও আকর্ষণীয় দেখায়।
 

এখন প্রশ্ন হচ্ছে, মাস্ক দিয়ে ঢাকা মুখ কেন বেশি আকর্ষণীয় মনে হয়? এর কারণ হিসেবে গবেষকদের ধারণা, মুখমণ্ডলের কিছু অংশ ঢাকা থাকলে সরাসরি চোখে চোখ পড়ে এবং একজন মানুষকে তখন অন্যরকম সুন্দর লাগে। এর কারণ হলো, মস্তিষ্ক তখন ওই অদৃশ্য অংশটি নিজের মতো করে সাজাতে চেষ্টা করে। ফলে সে সময় অবচেতনমনেই মুখের অবয়ব আকর্ষণীয় লাগে।


ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোগ ও অসুস্থতা নিয়ে মাস্ক সম্পর্কে মানুষের মধ্যে থাকা নেতিবাচক ধারণার কোনো পরিবর্তন হয়েছে কি না, মূলত সেটা দেখার জন্যই এ গবেষণা করা হয়েছে। এদিকে, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী মাস্কের চাহিদা দেখে ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলোও বিভিন্ন ডিজাইনের মাস্ক তৈরি করা শুরু করেছে। এমনকি মূল্যবান পাথর, স্বর্ণ ও হীরাখচিত মাস্কও বাজারে পাওয়া যায়। কেননা এখন শুধু স্বাস্থ্য সুরক্ষার জন্যই মানুষ মাস্ক পরেন না। ফ্যাশন সচেতন মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এটি।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর