ঢাকা, ০৪ আগস্ট সোমবার, ২০২৫ || ২০ শ্রাবণ ১৪৩২
good-food
১১০

মোসাদের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলালো ইরান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৮ ১৬ জুন ২০২৫  

ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এর আগে ইরানের সুপ্রিম কোর্ট তাঁর মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখে রায় দিয়েছিলেন। ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে আজ সোমবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

তেহরানভিত্তিক মিজান অনলাইন জানিয়েছে, অভিযুক্ত ইসমাইল ফিকরির বিরুদ্ধে ইরানের ‘শত্রুদের কাছে’ রাষ্ট্রের সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ ছিল। আজ ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

 

মিজান অনলাইন আরও জানিয়েছে, ইসমাইল ফিকরির সঙ্গে মোসাদের দুই কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা গেছে। মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ২০২৩ সালের ডিসেম্বরে ইরান কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করে। ইরানের বিচার বিভাগকে উদ্ধৃত করে ইরানের এই সংবাদমাধ্যম বলছে, ফকরির মৃত্যুদণ্ড ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের জন্য ‘একটি বড় গোয়েন্দা ধাক্কা’।

 

গত ১৩ জুন ভোররাতে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তেল আবিবের পক্ষ থেকে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও।

 

সোমবার (১৬ জুন) চতুর্থ দিনে গড়িয়েছে ইরান–ইসরায়েলের সংঘাত। ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছে। আর ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে অন্তত ২০ জন।