ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২০৭

যেভাবে জাপানিদের মতো সুন্দর হয়ে উঠবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩০ ১৩ এপ্রিল ২০২১  

জাপানিদের সৌন্দর্য নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হয়ে থাকে। তাদের কাছে প্রাকৃতিক উপায়ে তৈরি ভেষজ পণ্য দিয়ে রূপচর্চা করার রেওয়াজ রয়েছে। এ ছাড়া ওদের রূপচর্চার বিশেষ ধরন আছে। ত্বক উজ্জ্বল রাখতে আপনিও ব্যবহার করতে পারেন জাপানিদের এই গোপন টিপস্।


ক্লিনজি অ্যান্ড ক্লিনজি
জাপানি ভাষায় ক্লিনজি হলো পরিষ্কার করা। দেশটিতে রূপচর্চায় পরপর দু’বার ক্লিনজিং করা একটা প্রথা। এতে বেশি সময় দেওয়া উচিত বলে মনে করা হয় সেখানে। প্রথম ওয়াশে তেল, চাল বাটা এবং ক্যামেলিয়া মিশিয়ে মুখ পরিষ্কার করতে হবে। এতে শরীরে তেল নির্গত হয়, মেকআপ উঠে যায় এবং সান-ট্যান ওঠে। এরপর যেকোনও ফেস ওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন। সব গুঁড়ো জিনিস শরীর থেকে সরে যাবে এবং মসৃণ ত্বক হবে।


রিল্যাক্সিং সাওয়ার
বাইরে থেকে ফিরে একটা লম্বা গোসল সেরে ফেলুন। জাপান যেহেতু ঠাণ্ডার জায়গা তাই জাপানিরা গরম পানি দিয়ে গোসল করে থাকেন। আপনি অবশ্য গরমের দিনে পানিতে বরফ দিয়ে গোসল করতে পারেন। গোসল যদি রিল্যাক্সিং হয়, তবে আপনার মন ভালো হতে বাধ্য।


সিট মাস্কের ম্যাজিক
একটা ভালো ফেসিয়াল ম্যাসাজে আপনার সব ড্রাই পার্টিক্যাল শরীর থেকে বেরিয়ে যাবে। তাই ভালো ম্যাসাজের প্রয়োজন রয়েছে। এর আগে রাতে শোয়ার আগে মুখ পরিষ্কার করে, ঠিকঠাক সিট মাস্ক ব্যবহার করুন। এরপর ভালো করে ম্যাসাজ করুন মুখে। এতে গালের চামড়া ইলাস্টিকের মতো নরম দেখাবে।


সান প্রোটেকশন
সান ট্যান ভবিষ্যতের জন্য পাকাপাকিভাবে ত্বকের ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে প্রতিদিনের শরীরের ট্যান তুলে নেওয়াটা জাপানিদের কাছে ভীষণ জরুরি। আর বাংলাদেশের মতো দেশে তো সূর্যের তেজ মারাত্মক। তাই রোদে বের হওয়ার আগে অবশ্যই সান-স্ক্রিন মাখুন। ফিরে এসে পোড়া চামড়ায় বরফ দিয়ে ঘষে নিন। তারপরে স্ক্র্যাবার ঘষে ট্যান তুলে নিন। এরপর টোনার এবং ময়েশ্চারাইজারে স্কিন হবে প্রাণবন্ত।