ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৪১৪

যেসব অভ্যাসে তাড়াতাড়ি বুড়িয়ে যায় মানুষ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩২ ২২ জুন ২০২১  

বয়সের সঙ্গে মুখের ত্বকে ভাঁজ পড়া বা ত্বক কুঁচকে যাওয়া এমন কিছু অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু অনেকেরই অকালে ত্বকে ভাঁজ পড়ে যায়। এর পেছনে এমন কয়েকটি কারণ থাকতে পারে, যেগুলোকে অনেকেই তেমন গুরুত্ব দেন না।


হালে আমেরিকার ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক হিদি ওয়ালডর্ফ একটি সমীক্ষা চালিয়েছেন এই বিষয়ে। তাতেই উঠে এসেছে এমন কয়েকটি কারণ।


ধূমপান
যাঁদের অকালে ত্বকে ভাঁজ পড়ে, তাঁদের মধ্যে বেশির ভাগই নিয়মিত ধূমপান করেন। আর সেটাই হয়ে দাঁড়ায় ত্বকে ভাঁজ পড়ার প্রধান কারণ।


অতিরিক্ত ভাজাভুজি
রাস্তার খাবার, অতিরিক্ত ভাজাভুজি বা জাঙ্ক ফুড যাঁরা বেশি খান, অল্প বয়সেই তাঁদের ত্বকে ভাঁজ পড়ে যায়।


পাইপ বা স্ট্র-এর অতিরিক্ত ব্যবহার
যাঁরা ঠাণ্ডা পানীয় বা অন্য কোনও তরল পান করার সময়ে নিয়মিত স্ট্র-এর ব্যবহার করেন, তাঁদের গালের ত্বক কুঁচকে যেতে পারে।


দুঃখ মুখ
হয়তো দুঃখি নন, কিন্তু অন্যদের সঙ্গে মজা করতে গিয়ে মাঝেই মাঝেই দুঃখী দুঃখী মুখ করেন যাঁরা, তাঁদেরও এই সমস্যা হয়।


আলসেমি
অতিরিক্ত মাত্রায় আলসেমির কারণে শরীরে ঠিক করে রক্ত চলাচল হয় না। মুখের ত্বকের কোষেও রক্ত চলাচলের মাত্রা কমে যায়। ফলে বয়সের ছাপ পড়ে।


দাঁত না মাজা
শুনে অবাক লাগতে পারে! কিন্তু অকালে মুখের ত্বকে ভাঁজ পড়ার এটাও একটা কারণ হতে পারে।