ঢাকা, ০৩ মে শুক্রবার, ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১
good-food
১৪৩

রাজশাহীর ৬টি আসনের প্রার্থী ও কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর জনসভা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৮ ৩ জানুয়ারি ২০২৪  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৬টি আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫ জেলাসহ ১ উপজেলায় এই জনসভা হয়।

 

রাজশাহী ৬টি আসনের নৌকা প্রতীক ও প্রার্থীদের নিয়ে বানেশ্বর সরকারি কলেজ মাঠে এই ভার্চুয়াল জনসভা করেন প্রধানমন্ত্রী। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার উপস্থাপনায় এই নির্বাচনী সভা হয়। জেলা ও মহানগর আওয়ামী লীগ এটি আয়োজন করে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী জেলা সিটি কর্পোরেশনের মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তার জাহান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার, সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী- ৬ (চারঘাট বাঘা) আসনের সংসদ সদস্য শাহরিয়া আলম, রাজশাহী-১ (গোদাগাড়ী তানোর) আসনের সংসদ সদস্য প্রার্থী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী- ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, রাজশাহী- ৩ (পবা মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদ, রাজশাহী- ৪ (বাগমারা) সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুমান আরামিতা, রাজশাহী- ৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু প্রমুখ।

 

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, পুঠিয়া শীলমাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, সাবেক মেয়র পুঠিয়া পৌরসভার রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য গোলাম ফারুকসহ জেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সেসময় উপস্থিত ছিলেন।

 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর