ঢাকা, ৩০ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৬ পৌষ ১৪৩২
good-food

লোগো প্রকাশ করল সম্মিলিত ইসলামী ব্যাংক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১১ ৩০ ডিসেম্বর ২০২৫  

দেশের ব্যাংকিং খাতে বহুল আলোচিত পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণের পর গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' তাদের আনুষ্ঠানিক লোগো প্রকাশ করেছে। 

ব্যাংকটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগে প্রাতিষ্ঠানিক পরিচয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই লোগোটি শরিয়াহভিত্তিক ব্যাংকিং, নৈতিক অর্থায়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের প্রতি ব্যাংকটির দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। নকশায় আস্থা, ঐক্য ও স্থিতিশীলতার মতো বিষয়গুলোকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে, যা ইসলামী অর্থায়নের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ব্যাংকটির দীর্ঘমেয়াদি লক্ষ্যের পরিচায়ক।

 দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও  তারল্য সংকটে বিপর্যস্ত শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করে বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' গঠন করা হয়েছে। এই ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

লোগো উন্মোচনকে ব্যাংকটির ব্র্যান্ডিং এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাভের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি জনসাধারণের মধ্যে নতুন ব্যাংকটির পরিচিতি ও আস্থা তৈরিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্মিলিত ইসলামী ব্যাংক দেশজুড়ে গ্রাহকদের আধুনিক, স্বচ্ছ ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সংকটগ্রস্ত ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং দেশের ইসলামী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই নতুন এই ব্যাংকটির মূল চ্যালেঞ্জ হবে।