ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৯৪০

দলের সিদ্ধান্তকে থোড়াই কেয়ার

শপথ নিলেন বিএনপির জাহিদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০৮ ২৫ এপ্রিল ২০১৯  

শেষ পর্যন্ত দলকেই দিলেন না পাত্তা। অগ্রাহ্য করলেন দলের সিদ্ধান্ত। উপেক্ষা করলেন শীর্ষ নেতাদের হুঁশিয়ারি। একাদশ সংসদে বিএনপির প্রথম সাংসদ হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ।

 

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে তার দপ্তরে তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান।

 

সংসদ সচিবালয় জানিয়েছে, একাদশ সংসদ নির্বাচনে জয়ী ৩০০ প্রার্থীর মধ্যে জাহিদকে নিয়ে মোট ২৯৫ জন এ পর্যন্ত শপথ নিয়েছেন।

বিএনপি থেকে নির্বাচিত আর পাঁচজন এখনও শপথ নেয়ার বাকি।