ঢাকা, ১২ মে সোমবার, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
good-food
৯৫৯

শপথ নেবেন না ঐক্যফ্রন্টের ৭ এমপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৫ ৩১ ডিসেম্বর ২০১৮  

ঐক্যফ্রন্ট

ঐক্যফ্রন্ট

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ৭ সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন না বলে জানিয়েছে বিএনপি।
জাতীয় নির্বাচনের একদিন পর সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
বৈঠক শেষে সন্ধ্যায়  বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন, পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাস করে দেশে একটি নিয়ন্ত্রিত নির্বাচন করা হয়েছে। আমরা এই নির্বাচন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
নির্বাচিতরা শপথ নেবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেহেতু পুরো ফলাফলই আমরা প্রত্যাখ্যান করেছি তাই এখানে শপথ নেয়ার কোনো সুযোগ  নেই।

বিএনপি  সিনিয়র নেতাদের পাশাপাশি রোববার সন্ধ্যায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের বাসায় যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, যেহেতু আমরা টোটাল নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি, সেহেতু সংসদ সদস্য হিসেবে আমাদের শপথ নেয়ার প্রশ্নই উঠে না।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন,  সরকার বসে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপিকে কত নিচে নামানো যায়! তাদের এ ধরণের চুরি-ডাকাতি ও নিচুতাকে আমাদের বৈধতা দেয়ার কিছু নেই। আমার ধারণা যেকজনকেই বিজয়ী দেখানো হোক তারা শপথ নেবেন না।
 নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিক্রিয়া জানতে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা  গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ভিড় জমান।আজ দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় বিএনপির কেউ শপথ নিবেন না।