ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
১২৯৯

সংরক্ষিত আসনে মনোনয়ন সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের ৮ জন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৯ ১৬ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ফরম তুলেছেন তৃতীয় লিঙ্গের ৮ জন। গতকাল চট্রগ্রামের ফাল্গুনী কয়েকবার চেষ্টা করে বিকেল ৫ টার দিকে ফরম সংগ্রহ করেন।

ফাল্গুনি নামে একজন  বলেন, আমরাও এ দেশের মানুষ, আমাদেরও অধিকার রয়েছে। সংসদে আমাদের ব্যথা-বেদনা, আবেদনগুলো বলার লোক নেই। এ জন্য তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সংসদে পাঠানো দরকার বলে মনে করি। তাই আমরা  সংরক্ষিত মহিলা আসনের ফরম তুলেছি।’ 

‘কিছুদিন আগে আমাদের সম্প্রদায়ের নেতা ময়ূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ময়ূরী এবং আমিসহ আরও আটজন ফরম কিনেছি। অধিকার আদায়ের জন্য আমরা জাতীয় সংসদে যেতে চাচ্ছি।’

একই দিনে ফরম তুলেছেন অঙ্কিতা এবং ময়ুরীও।

ফাল্গুনী ও অঙ্কিতা জানান, সংসদে প্রতিনিধি থাকলে নিঃসন্দেহে দাবি আদায় করা যাবে। প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবার সংসদে হিজড়াদের প্রতিনিধি থাকবে।

সংসদের ৩৫০ আসনের ৫০টি নারীদের জন্য সংরক্ষিত।  সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, বিএনপি এক, ওয়ার্কার্স পার্টি এক ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারে।