ঢাকা, ০২ মে বৃহস্পতিবার, ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১
good-food
২১৪

সিলেট রাজশাহীতে বেসরকারিভাবে নৌকার জয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৩ ২১ জুন ২০২৩  

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একইসাথে রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন ১৫০টি কেন্দ্রের মধ্যে ১১০টির ফলাফলে ১লাখ ১৯ হাজার  ৭৬৬ ভোট পেয়ে জয়ী হবার পথে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার  নজরুল ইসলাম পেয়েছেন ৪৮ হাজার ১৪৪ ভোট।
 
যুক্তরাজ্য প্রবাসী সিসিকের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সিলেট আওয়ামী লীগের ছয়-সাত নেতাকে ডিঙিয়ে দলের মনোনয়ন পেয়ে তিনি প্রথম দফা চমক দেখিয়েছিলেন। এবার ভোটে জিতে তিনি দ্বিতীয় চমক দেখালেন। 

বুধবার (২১ জুন) অনুষ্ঠিত সিসিক নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফল অনুযায়ী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন।

সিসিকের ১৯০টি কেন্দ্রের মধ্যে ১৭৬টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৪৮ হাজার ১৪৪ ভোট।

যে ১৪ কেন্দ্রের ফল এখনো পাওয়া যায়নি, সেগুলোর ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে নিজের ভোটের ব্যবধান কিছুটা কমাতে পারলেও তা দিয়ে জাপা প্রার্থী বিজয় সম্ভব নয়।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর