ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
১০০৪

সৈয়দ আশরাফের বোন ডা. লিপি নির্বাচিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৯ ১০ ফেব্রুয়ারি ২০১৯  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে পুনঃনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি সদ্য প্রয়াত আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন এবং  জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে।

গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট ভোট বর্জন করায় এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডা. লিপি।

সৈয়দ আশরাফুল ইসলাম গেল ৩ জানুয়ারি মারা যান। পরে কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর