ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৬১২

বানান বাড়িতেই

হার্ট-কোলেস্টরেল রোগিদের অব্যর্থ চিকিৎসা!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩২ ২১ মে ২০২১  

যাদের হৃদপিন্ডে ব্লক তৈরী হয়েছে, দেহে খারাপ কোলেষ্টরল জমে গেছে, ডাক্তার বাইপাস সার্জারি করার কথা বলছেন, তাদের জন্য রয়েছে ভালো খবর।

 

এক্ষেত্রে এই আয়ুর্বেদিক ওষুধটি বাড়িতে তৈরী করুন। খেয়ে দেখুন অন্তত ৩ সপ্তাহ। ফল পাবেন আশাতীত। 

 

এজন্য দরকার হবে নিম্নোক্ত দেশী উপাদানগুলো। আর মধু হতে হবে খাঁটি।  

 

উপাদান ও প্রস্তুত প্রণালীঃ

 

১ কাপ আদাবাটা, ১ কাপ রসূনবাটা, ১ কাপ লেবুর রস, ১ কাপ আপেল সিডার ভিনেগার ও ২ কাপ মধু ।

 

হাল্কা আঁচে আদাবাটা, রসূনবাটা, লেবুর রস ও আপেল ভিনেগার একটি কড়াইয়ে / প্যানে নাড়তে থাকুন। 

 

আধা-ঘন্টা পর নামিয়ে ফেলুন ওই মিশ্রণ। পরে ঠান্ডা করুন। 

 

তারপর ২ কাপ মধুতে মিশিয়ে সেটি ফ্রিজে রেখে দিন । 

 

প্রতিদিন খালি পেটে সকালে ও সন্ধ্যায় ১ চামচ করে খাবেন । পাবেন আশাতীত ফল।