ঢাকা, ১২ মে সোমবার, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
good-food
৯৩৮

হাসিনাকে অভিনন্দন জানালেন মোদী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৪ ৩১ ডিসেম্বর ২০১৮  

সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভোটের ঠিক পরের দিন আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী ফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে তাঁর দল বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন

শেখ হাসিনার বিজয়ে অভিনন্দন জানিয়ে টুইটও করেছেন মোদী

নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে মোদী পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের উন্নয়নে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন

রোববারের ভোটের ফলাফলে নৌকার অভাবনীয় জয়ের বিপরীতে ভরাডুবি হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে নির্বাচনে আসা বিএনপির

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনার নেতৃত্ব সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ আর চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা