ঢাকা, ০২ মে বৃহস্পতিবার, ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১
good-food
৩৩৯

হিরো আলমের ওপর হামলা খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২২ ১৮ জুলাই ২০২৩  

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিরো আলম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন কি না, সেটি তিনি (জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী) জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, কেন হামলা হয়েছে তা এখনই বলতে পারব না। ভোটগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা ছিল। তবে আমরা যেটুকু দেখেছি, ভোটগ্রহণের শেষ দিকে তিনি (হিরো আলম) কয়েকজনের সঙ্গে বাদানুবাদে জড়ান। সেখানেই কয়েকজন যুবক তার ওপর অ্যাটাক করে।

 

সাক্ষাতের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হামলার ঘটনায় এরই মধ্যে আটজনকে গ্রেফতরের বিষয়টি আমরা তাকে (গুইন লুইস) জানিয়েছি। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের অ্যারেস্ট করব। ভোটের শান্তিপূর্ণ পরিবেশে কারা এ ঘটনা ঘটাল আমরা সেটি তদন্ত করে বের করার চেষ্টা করব।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর