ঢাকা, ১৭ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ২ পৌষ ১৪৩২
good-food
৭৯৯

১৪ দিনের রিমান্ডে গোল্ডেন মনির

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৭ ২২ নভেম্বর ২০২০  

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের ১৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিকের আদালত এই আদেশ দেন।

 

এসময় আসামি মনিরকে আদালতে হাজির করা হয়। অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসীন মিয়া তার ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

 

উভয় পক্ষের শুনানি শেষে  আদালত দুই মামলায়  ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে দুই মামলায় রিমান্ড একই সঙ্গে চলবে।

 

এদিন সকালে রাজধানীর বাড্ডা থানায় র‌্যাব বাদী হয়ে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে এই তিনটি মামলা দায়ের করে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর