ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৫৮৪

২১ মার্চ তিন শূন্য আসনের উপনির্বাচন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪১ ৬ ফেব্রুয়ারি ২০২০  

জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিন আসনে উপনির্বাচন হবে ২১ মার্চ। আসন তিনটি হচ্ছে ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসন।

বৃহষ্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর এই তারিখ ঘোষণা করেন। সচিব জানান, শুন্য ঘোষিত বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে।

ইসির সিনিয়র সচিব বলেন, ঢাকা- ১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেশিন ব্যবহার করলেও অন্য দুই সংসদীয় আসনে পুরোনো পদ্ধতি ব্যালটে এই ভোট অনুষ্ঠিত হবে।


 
তিন আসনের উপ-নির্বাচনের তফসিলের প্রসঙ্গ টেনে ইসি সচিব বলেন, মনোনয়ন দাখিল ১৯ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৩ ফেব্রুয়ারি, আপিল দায়ের ২৪- ২৬ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১ মার্চ, ভোট ২১ মার্চ।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর