ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৭৩১

৫ মিনিটেই রূপের ঝলক?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫১ ২৬ অক্টোবর ২০২০  

সারাদিনের ক্লান্তি কাটিয়ে নিজেকে তরতাজা করতে রাতে ত্বকের চাই বিশেষ পরিচর্যা। বেশিক্ষণ নয় হাতে ৫ মিনিট থাকলেই কেল্লাফতে।

 

* তেলতেলে ত্বকের জন্য বিশেষভাবে তৈরি ফোম বা জেল-বেসড ক্লিনজ়ার দিয়ে প্রথমে দু’বার মুখ ধুয়ে ফেলুন। পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নরম তোয়ালে দিয়ে চেপে বাড়তি পানিটা মুছে নিন।

 

* দ্বিতীয় ধাপে তুলোয় করে পিউরিফায়িং টোনার নিয়ে মুখ মুছে ফেলুন। এতে তেল-ময়লা সম্পূর্ণ উঠে গিয়ে ত্বক পরিষ্কার হয়ে যাবে।

 

* শেষ ধাপে সারা মুখে অয়েল ফ্রি ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। মুখের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চার লাগানো অত্যন্ত জরুরি।

 

১. শুকনো, আর্দ্রতাহীন ত্বক পরিষ্কার করতে ক্রিমযুক্ত ভারী ক্লিনজ়ার ব্যবহার করাই সবচেয়ে ভালো। তাতে ত্বক ঘুমের সময় প্রয়োজনীয় আর্দ্রতা পাবে।

 

২. মুখ পরিষ্কার করার পর ভিটামিন ই যুক্ত হাইড্রেটিং টোনার দিয়ে মুখ মুছে নিন।

 

৩. শুষ্ক ত্বকে বলিরেখা দ্রুত পড়ে, তাই অ্যান্টি-এজিং সিরাম লাগানোটা আবশ্যক! তাতে ত্বকে নতুন কোষ জন্মাবে।

 

৪. একদম শেষ ধাপে সিরাম পুরোপুরি ত্বকে শুষে যাওয়ার আগেই ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। ত্বক সারারাত সতেজ ও আর্দ্র থাকবে।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর