ঢাকা, ০২ মে বৃহস্পতিবার, ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১
good-food
১৯৪

৫৭ সেকেন্ডে ৪৩ ‘ভোট’, তদন্তের নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৩ ৭ নভেম্বর ২০২৩  

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ব্যালট বইয়ে নৌকা মার্কায় অনবরত সিল মারার ঘটনা তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।

 

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।ভাইরাল হওয়া একটি ভিডিওতে সাবেক এক ছাত্রলীগ নেতাকে একাধিক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা গেছে।


সকালে ভাইরাল হওয়া ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, ভোটকক্ষে বসে এক ব্যক্তি ব্যালট বইয়ে অনবরত নৌকা প্রতীকে সিল মারছেন। তার গলায় নৌকার কার্ড ঝুলছে। তাকে নৌকায় সিল মারতে সহযোগিতা করছেন রুমে থাকা অন্য একজন। এ সময় তাদের ৪৩টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়।

 

জানা গেছে, একাধিক সিল মারা ওই ব্যক্তির নাম আজাদ হোসেন। তিনি নির্বাচনী এলাকার সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার এজেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন। আজাদ চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

 

এদিকে লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে  সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম  এ তথ্য জানিয়েছেন।

 

ইসি সচিব বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ফলাফলের গেজেট স্থগিত রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। আইনে আছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো সুনির্দিষ্ট অভিযোগ এলে, ইসি প্রকাশিত গেজেট স্থগিত রেখে তদন্তের জন্য নির্দেশ দিতে পারবে। সে অনুযায়ী তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর